দেলওয়ার হোসেন আহমেদ, খান বাহাদুর (১৮৪০ – ১৯১৩) বাগনান-হুগলী। কলিকাতা মাদ্রাসার দ্বিতীয় মুন্সী হাজী মৌলানা গোলাম কাদের। আদি নিবাস বিহারের বক্তিয়ারপুরে। কলিকাতা মাদ্রাসা থেকে ১৮৫৮ খ্ৰী. বৃত্তিসহ প্ৰবেশিকা ও ১৮৬১ খ্ৰী. বি.এ. পাশ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক। ১৮৬১ খ্ৰী. ডেপুটি ম্যাজিষ্ট্রেট হিসাবে চাকরি জীবনের শুরু এবং ইনসপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন হিসাবে ১৮৯৮ খ্ৰী. অবসর গ্রহণ। সুপণ্ডিত, মুসলিম উত্তরাধিকার আইনের সংশোধক, স্কুলে ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হিসাবে বাংলা ভাষার ব্যবহার, বিবাহ ও বিবাহবিচ্ছেদ আইনের সংশোধন ইত্যাদির পক্ষপাতী ছিলেন। ‘মুসলিম ক্রনিকল’ ও ‘মুসলমান’ পত্রিকার নিয়মিত লেখক। প্রথম দিকে কিছু লেখা ‘ইসমাহু আহমেদ’, ‘মুতাজিলা’ ও ‘সঈদ’ ছদ্মনামে প্রকাশিত। রচিত পুস্তক : এসেস অন মহামেডান সোশ্যাল রিফর্ম ২ খন্ড (১৮৮৯)।
পূর্ববর্তী:
« দেবেশ রায়
« দেবেশ রায়
পরবর্তী:
দৈখোরা »
দৈখোরা »
Leave a Reply