দেবেন্দ্রমোহন বসু (২৬-১১-১৮৮৫ – ২-৬-১৯৭৫) কলিকাতা। পৈতৃক নিবাস জোসিডি—ময়মনসিংহ। প্ৰখ্যাত বিজ্ঞানী ও বিজ্ঞান-প্ৰশাসক। পিতা মোহিনীমোহন প্রথম ভারতীয় যিনি যুক্তরাষ্ট্রে গিয়ে উচ্চশিক্ষা লাভ করেন। অল্পবয়সে পিতৃবিয়োগ হলে মাতুল আচার্য জগদীশচন্দ্র বসুর সান্নিধ্যে এসে বাস করতে থাকেন। সিটি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। পদার্থবিজ্ঞানে এমএস-সি পাশ করে কিছুদিন আচার্য জগদীশচন্দ্রের অধীনে গবেষণা করেন। ১৯০৭ খ্রী. উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। ১৯১২ খ্রী. লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়াল কলেজ অফ সায়েন্স থেকে পদার্থবিজ্ঞানে অনার্স বি.এস.ডি. ডিগ্ৰী ও ১৯০৯ খ্রী. বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি. ডিগ্ৰী লাভ করেন। আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর পর তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পালিত অধ্যাপকের পদ ত্যাগ করে (১৯৩৮) বসু বিজ্ঞান মন্দিরের অধ্যক্ষ হন। তিনিই প্রথম বিজ্ঞানী যিনি এদেশে উইলসন ক্লাউড চেম্বার নিয়ে পরমাণু বিজ্ঞান-সম্পর্কে গবেষণায় ব্ৰতী হন। বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রই যে পারস্পরিক যুক্ত এবং সম্পূরক, এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এদেশে গবেষণার সূচনা করেন। আনন্দমোহন বসু তার খুল্লতাত এবং স্যার নীলরতন সরকার তার শ্বশুর।
পূর্ববর্তী:
« দেবেন্দ্রনাথ সেন
« দেবেন্দ্রনাথ সেন
পরবর্তী:
দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য »
দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য »
Leave a Reply