দেবেন্দ্ৰনাথ মল্লিক (১৮৬৬ – ১৯৪১) উলুবেড়িয়া-হাওড়া। পিতা গঙ্গানারায়ণ জমিদারী সেরেস্তায় কাজ করতেন। বাগনান ইংরেজী স্কুল ও কলিকাতা সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র ছিলেন। গিলক্রাইস্ট বৃত্তি নিয়ে বিলাত যান। কেমব্রিজ থেকে র্যাংলার হয়ে ও বিজ্ঞান বিষয়ে ডক্টরেট পেয়ে স্বদেশে ফেরেন এবং হুগলী কলেজে, পাটনা কলেজে ও প্রেসিডেন্সী কলেজে অধ্যাপনা করেন। সরকারী চাকরি থেকে অবসর নেওয়ার পর আলিগড় ও কাশ্মীর কলেজের অধ্যক্ষপদ পান। রংপুর কলেজের অধ্যক্ষ হিসাবে অবসর-গ্ৰহণ করেন। ১৯১৩ খ্রী. পাটনায় অল ইণ্ডিয়া থীইস্টিক (theistic) কনফারেন্স এবং বিজ্ঞান কংগ্রেসে (বোম্বাই) পদার্থবিদ্যা ও গণিতবিদ্যা শাখার সভাপতি ছিলেন। অঙ্ক ও পদার্থবিদ্যায় কলেজীয় পাঠ্যপুস্তক আছে।
পূর্ববর্তী:
« দেবেন্দ্ৰনাথ চক্রবর্তী
« দেবেন্দ্ৰনাথ চক্রবর্তী
পরবর্তী:
দেবেন্দ্ৰনাথ মল্লিক, রায়বাহাদুর, রাজা »
দেবেন্দ্ৰনাথ মল্লিক, রায়বাহাদুর, রাজা »
Leave a Reply