দেবেন্দ্ৰনাথ চক্রবর্তী (নভে ১৮৯৬ – ২.৫.১৯৮৫) উত্তরপ্রদেশের রায়বেরিলীতে জন্ম। সামরিক ও অসামরিক বিভাগের সুদক্ষ প্রশাসনিক তথা বিশিষ্ট গবেষক। লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৪ খ্রী. ডাক্তারী পাশ করে ভারতীয় মেডিক্যাল সার্ভিসে অফিসর-পদে নিযুক্ত হন। রয়েল এয়ার ফোর্সেও কাজ করেছেন। ১৯২৯ খ্রী. পর্যন্ত পশ্চিম এশিয়ায় ছিলেন। ১৯৩২ খ্রী. সামরিক বিষয়ে প্ৰশিক্ষণের জন্য নির্বাচিত হন। ১৯৩৪ খ্রী. ভারতবর্ষে ফিরে এলাহাবাদে কর্মরত থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তাকে ঈজিপ্টে পাঠান হয়। স্বাধীন ভারতে তিনি প্ৰথমে আমি ফোর্স ও এয়ার ফোর্স উভয় মেডিক্যাল সার্ভিসের ডিরেক্টর এবং পরে আমি ফোর্সের ডিরেক্টর জেনারেল ছিলেন। ১৯৫৫ খ্রী. লেফটেন্যান্ট জেনারেল হিসাবে তিনি সামরিক বিভাগ থেকে অবসর গ্ৰহণ করেন। ঐ বছরই স্বাস্থ্য বিভাগের সেক্রেটারী এবং পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিসের ডিরেক্টর এবং ক্যালকাটা মেট্রোপলিটন অরগানাইজেশনের শুরু থেকে (১৯৬০-৬১)। পাঁচ বছর তার কর্ণধার ছিলেন। ১৯৬৭ খ্রী. পশ্চিমবঙ্গ সরকারের কাজ থেকে অবসর গ্রহণ করে। দে’জ মেডিক্যাল স্টোরস-এর কাজের সঙ্গে যুক্ত হন। সামরিক বিভাগ থেকে তিনিই একমাত্ৰ ইণ্ডিয়ান ন্যাশনাল সায়ন্স একাডেমির ফেলোশিপ লাভ করেন (১৯৫৫)। ‘লাইট হাউস ফর দি ব্লাইন্ড’-এর সেক্রেটারী এবং ‘আই ডোনেশন সোসাইটি’র চেয়ারম্যান ছিলেন।
পূর্ববর্তী:
« দেবেন্দ্ৰচন্দ্ৰ দে
« দেবেন্দ্ৰচন্দ্ৰ দে
পরবর্তী:
দেবেন্দ্ৰনাথ মল্লিক »
দেবেন্দ্ৰনাথ মল্লিক »
Leave a Reply