দেবেন্দ্ৰচন্দ্ৰ দে (২৯.১.১৯০৫ – ১.১১.১৯৫৪) কলিকাতা। অতুলচন্দ্র। স্কুলের পাঠ্যাবস্থায় পনের বছর বয়সে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার জন্য কারাদণ্ড হয়। সন্তোষ মিত্রের প্রেরণায় গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন ও আইএস-সি পড়ার সময় সর্বক্ষণের বিপ্লবী কর্মী হন। ১৯২৪ খ্রী. চট্টগ্রামের বিপ্লবী দলের সঙ্গে রাজনৈতিক ডাকাতিতে অংশগ্রহণ করেন। শাঁখারিটোলা পোস্ট অফিস লুঠের ঘটনায় তাঁর নামে হুলিয়া বের হলে বিভিন্ন স্থানে আত্মগোপন করে বিপ্লবী সংগঠন গড়ার চেষ্টা করেন। ‘বীরেন ব্যানার্জী’ ছদ্মনামে কিছুদিন সিঙ্গাপুরে কাটান। পরে পুলিসের অত্যাচার ও পীড়নের হাত থেকে বৃদ্ধ পিতা-মাতাকে বাঁচানোর জন্য আত্মসমর্পণ করেন। পাঁচ বছর বকসা ক্যাম্পে বন্দী থাকেন। মুক্তির পর কংগ্রেসে যোগ দিয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য ও প্ৰাদেশিক কমিটির সংগঠক হন। ১৯৩৯ খ্রী. নেতাজীর ফরওয়ার্ড ব্লকে যোগ দেন। ১৯৪২ খ্রী. গ্রেপ্তার হয়ে ভারত রক্ষা আইনে তিন বছর বন্দী থাকেন। কলিকাতা বেনিয়াপুকুর এলাকায় দাঙ্গা-বিধ্বস্ত অঞ্চলে পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেন এবং একটি উচ্চ ইংরেজী বিদ্যালয় গড়ে তোলেন। এই বিদ্যালয়ের বালিকা বিভাগ তার নামাঙ্কিত। কিছুদিন কর্পোরেশনের অল্ডারম্যান ছিলেন। ১৯৫২ খ্রী. নির্বাচনে বিধানসভার সদস্য ও পরে রাষ্ট্রমন্ত্রী হন।
পূর্ববর্তী:
« দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য
« দেবেন্দ্রমোহন ভট্টাচাৰ্য
পরবর্তী:
দেবেন্দ্ৰনাথ চক্রবর্তী »
দেবেন্দ্ৰনাথ চক্রবর্তী »
Leave a Reply