দেবেন সেন (১৮৯৭/৯৯? – ২৯.৪.১৯৭১) ফরিদপুর। দ্বারিকানাথ। অনার্স সহ বি.এ. পাশ করে এম.এ. পড়ার সময় অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং ১৯৩০ খ্রী. ঢাকার নবাবগঞ্জে গ্রেপ্তার হন। ১৯৩৫ খ্রী. কলিকাতায় রেলওয়ে, ট্রামওয়ে, ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন প্রভৃতির শ্রমিক আন্দোলন ও ১৯৩৭ খ্রী ঐতিহাসিক চটকল ধর্মঘটের নেতৃত্ব দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতী পাহাড়ে অবরুদ্ধ থাকাকালীন সেখানে ব্রিটিশ সৈনিকদের বিপ্লবী চিন্তাধারায় উদ্বুদ্ধ করতেন। ১৯৪৬ খ্রী. কংগ্রেস-প্রার্থিরূপে বিধানসভায় নির্বাচিত হন। ১৯৫১ খ্রী. কংগ্রেস ছেড়ে কৃষক-মজদুর-প্ৰজা পার্টিতে যোগ দেন। আইএনটিইউসি-র সংগঠক-সম্পাদক, হিন্দ মজদুর সভার পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান এবং পি.এস.পি, ও এস.এস.পি, দলের নেতা ছিলেন। অভয় আশ্রমের সঙ্গে তার যোগাযোগ ছিল। ১৯৫৬ খ্রী. আসানসোলে ৫৭ হাজার শ্রমিকের ২৭ দিন ধর্মঘটের নেতৃত্ব দেন। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ সফর করেন। ১৯৪৮ খ্রী. লন্ডনে ট্রেড ইউনিয়ন সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতা ছিলেন। ১৯৬৭ খ্রী. লোকসভায় নির্বাচিত হন। ‘এশিয়ান ওয়ার্কাস’ পত্রিকার সম্পাদক এবং ইন্দোনেশিয়ার মুক্তির সমর্থনে দিল্লীতে অনুষ্ঠিত এশীয় সম্মেলনের আহ্বায়ক ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থ: ‘ফান্ডামেন্টালস অফ মেটিরিয়ালিজম’ ও ‘গল্পে ভারতের ইতিহাস’।
পূর্ববর্তী:
« দেবেন দাস
« দেবেন দাস
পরবর্তী:
দেবেন্দ্রনাথ ঘটক »
দেবেন্দ্রনাথ ঘটক »
Leave a Reply