দেবেন দাস (? – ২৭.৬.১৯৮৫) মেদিনীপুর। নিজ জেলায় কৃষক আন্দোলন সংগঠনে ও কম্যুনিস্ট পার্টি প্রতিষ্ঠায় অন্যতম প্রধান উদ্যোক্তা। সচ্ছল কৃষক পরিবারে জন্ম। ১৯২৯ – ৩০ খ্রী. গান্ধীজীর নেতৃত্বে পরিচালিত স্বাধীনতা সংগ্রামে অংশ গ্ৰহণ করে ঘর ছাড়েন। দীর্ঘদিন সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন। এক সময়ে মেদিনীপুর জেলা কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। পরে সোস্যালিস্ট নেতার সংস্পর্শে এসে সমাজতন্ত্রে উৎসাহী হন। প্রথাগত শিক্ষা তেমন না থাকলেও নিজের চেষ্টায় শিক্ষিত হয়ে ওঠেন। ১৯৩৭ খ্ৰী. থেকে ভূপাল পাণ্ডা, মোহিনী মণ্ডল, সরোজ রায় ও ডাঃ জ্যোতিষ ঘোষের সহযোগিতায় মেদিনীপুরে কৃষক আন্দোলন সংগঠিত করেন। কম্যুনিস্ট পার্টির জেলা নেতৃত্বে ছিলেন। জেলায় কম্যুনিস্ট আন্দোলনের প্রসারের জন্য অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। বহু বছর জেল খেটেছেন। জীবনের শেষ অধ্যায়ে সেই পার্টি থেকে বেরিয়ে এসে সারাভারত কম্যুনিস্ট পার্টিতে যোগ দেন।
পূর্ববর্তী:
« দেবীবর ঘটক, বন্দ্যোপাধ্যায়
« দেবীবর ঘটক, বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
দেবেন সেন »
দেবেন সেন »
Leave a Reply