দেবী সিংহ (? – ১৮.৪.১৮০৫) পাণিপথ-পাঞ্জাব। ১৭৫৬ খ্রী. থেকে বাঙলাদেশে বসবাস শুরু করেন। তিনি ইংরেজের সহায়তায় বাঙলার সমূহ ক্ষতি করেছিলেন। ১৭৬৫ খ্রী. ইস্ট ইণ্ডিয়া কোম্পানী বাঙলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী পেয়ে নায়েব সুবাদার মহম্মদ রেজা খাঁর ওপর এই অঞ্চলের রাজস্ব আদায়ের ভার দেন। তার অধীনে পূৰ্ণিয়ার ইজারাদার নিযুক্ত হয়ে (১৭৬৮) প্ৰভূত অর্থের অধিকারী হন। অর্থসংগ্রহের জন্য তার কৃত অত্যাচারের ফলে ১৭৬৯ – ৭০ খ্রী. (১১৭৬–৭৭ ব) বাঙলাদেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা-ই ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। ১৭৮১ খ্রী. বেনামীতে রংপুর, দিনাজপুর ও এদ্রাকপুর ইজারা নেন। তার শোষণের ফলে ১৭৮৩ খ্রী. রংপুরের জনগণ বিদ্রোহী হয়ে ওঠে। তার বিরুদ্ধে প্ৰকাশ্য বিচার শুরু হলেও প্রমাণাভাবে মুক্তি পান। তবে কোম্পানীর কাজ থেকে তাকে বিদায় দেওয়া হয়। জীবনের অবশিষ্ট কাল মুর্শিদাবাদের নসীপুরে কাটান। নসীপুর রাজবংশের প্রতিষ্ঠাতা।
পূর্ববর্তী:
« দেবী রায়
« দেবী রায়
পরবর্তী:
দেবীপ্রসন্ন রায়চৌধুরী »
দেবীপ্রসন্ন রায়চৌধুরী »
Leave a Reply