দেবীবর ঘটক, বন্দ্যোপাধ্যায় (১৬শ শতাব্দী)। সর্বানন্দ। দক্ষিণরাটীয় ব্ৰাহ্মণ-সমাজের মেলবন্ধনকর্তা। কুলীনদের মধ্যে ব্যভিচার ও অনাচারের প্রশ্রয় দেখে তিনি সমাজ-সংস্কারে ব্রতী হন। মোট ছত্রিশটি ‘মেল’ গঠন করেছিলেন। উদয়নাচার্য ভাদুড়ীর পর দেবীবরের সময় থেকে রাঢ়ী শ্রেণীর কুলগ্রন্থ বাংলায় লেখা শুরু হয়। রচিত গ্রন্থঃ ‘মেলবন্ধ’, ‘প্রকৃতিপালটি-নির্ণয়’ ও ‘ভাগভাবাদি নির্ণয়’।
পূর্ববর্তী:
« দেবীপ্রসাদ রায়চৌধুরী
« দেবীপ্রসাদ রায়চৌধুরী
পরবর্তী:
দেবেন দাস »
দেবেন দাস »
Leave a Reply