দেবীপ্রসন্ন রায়চৌধুরী (জানু ১৮৫৪ – অক্টো ১৯২০) উলপুর-ফরিদপুর। রামচন্দ্ৰ। ১৮৭৪ খ্রী. প্ৰবেশিকা পরীক্ষা পাশ করে কলিকাতা মেডিক্যাল কলেজে চার বছর পড়েন। ছাত্রজীবনেই ব্ৰাহ্ম আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে কেশবচন্দ্র সেনের অনুরাগী হন। পরে ‘কুচবিহার বিবাহ’ আন্দোলনের সময় সাধারণ ব্ৰাহ্মসমাজে যোগ দেন। ‘ভারত সুহৃদ’ নামে এক পয়সা মূল্যের সাপ্তাহিক পত্রিকা প্ৰকাশ করেন। ১২৯০ ব থেকে ‘নব্যভারত’ মাসিক পত্রিকা প্ৰকাশে ব্ৰতী হন। একটি মুদ্রাযন্ত্রও স্থাপন করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় মুদ্রাযন্ত্র-সম্বন্ধীয় আইনের জন্য তাকে জামিন দিতে বলা হলে পত্রিকাটি তখনকার মত বন্ধ করে দেন। নিজ বিধবা ভগিনী বিরজার ব্ৰাহ্মমতে বিবাহ দিয়েছিলেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘শরচ্চন্দ্ৰ’, ‘বিরাজমোহন’, ‘পুণ্যপ্ৰভা’, ‘মুরলা’, ‘সোপান’, ‘বিবেক-বাণী’, ‘দ্যুতি’, ‘দীপ্তি’, ‘প্রসূন’, ‘যোগজীবন’ প্রভৃতি। ব্যারিষ্টার পুত্র প্রভাতকুসুম বহুদিন ‘নব্যভারত’ পত্রিকা সম্পাদনা করেছেন।
পূর্ববর্তী:
« দেবী সিংহ
« দেবী সিংহ
পরবর্তী:
দেবীপ্রসাদ মুনশী »
দেবীপ্রসাদ মুনশী »
Leave a Reply