দেবী চৌধুরাণী (১৮শ শতাব্দী)। সন্ন্যাসী বিদ্রোহের বিখ্যাত নায়ক ভবানী পাঠকের সহযোগী ছিলেন। তার সহযোগিতায় ভবানী পাঠক একদল বিদ্রোহী সৈন্য নিয়ে ইংরেজ ও দেশীয় বণিকদের বহু পণ্যবাহী নৌক লুঠ করেন। তাদের মিলিত আক্রমণে ময়মনসিংহ ও বগুড়া জেলার অনেক অংশে শাসন-ব্যবস্থা আচল হবার উপক্রম হয়েছিল। ভবানী পাঠকের মৃত্যুর পরও তার আক্রমণে শাসকগণ অস্থির হয়ে উঠেছিলেন।
Leave a Reply