দেবী ঘোষ (? – ২৮.৭.১৯৭৩) ঘরগোয়াল-হুগলী। প্রখ্যাত ফুটবল খেলোয়াড়। ক্রিকেটেও যথেষ্ট সুনামের অধিকারী ছিলেন। কলিকাতা জোড়াবাগান পার্কে মল্লিক ক্লাবের গোলরক্ষকরূপে তার প্রথম খেলা (১৯২১)। ১৯২২ খ্রী. থেকে হাওড়া ইউনিয়ানে ও পরে মোহনবাগানে খেলেছেন। ভারতীয় ও ইউরোপীয় দলের ম্যাচ খেলায় অন্তত ১০ বার ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেন এবং ১৯২৬ খ্রী. আইএফ-এ দলের সঙ্গে জাভা এবং ১৯৩৪ খ্রী. সিংহল সফর করেন। প্রথমে রেলি ব্ৰাদার্সে চাকরি করতেন, পরে ফুড ডিপার্টমেন্টে।
পূর্ববর্তী:
« দেবব্রত বিশ্বাস
« দেবব্রত বিশ্বাস
পরবর্তী:
দেবী চৌধুরাণী »
দেবী চৌধুরাণী »
Leave a Reply