দেবপ্ৰসাদ সর্বাধিকারী, স্যার, সিআইই, (ডিসেম্বর ১৮৬২ – ১১.৮.১৯৩৫) খানাকুল কৃষ্ণনগর-হুগলী। খ্যাতনামা চিকিৎসক সূৰ্যকুমার। তিনি হেয়ার স্কুল থেকে একাধিক বৃত্তি ও পুরস্কার সহ ১৮৭৬ খ্ৰী. প্ৰবেশিকা, ১৮৮২ খ্রী. প্রেসিডেন্সী কলেজ থেকে এম-এ, এবং ১৮৮৮ খ্ৰী. অ্যাটর্নিশিপ পরীক্ষা পাশ করে কর্মজীবনে প্ৰবেশ করেন। রাজনীতিতে বিশেষ আগ্ৰহান্বিত হয়ে ‘ভারত-সভা’র কাজে সুরেন্দ্রনাথের প্রধান সহকর্মী হন। ইউনিভার্সিটি ইনস্টিটিউটকে সরকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার বিপদ থেকে রক্ষা করেন। দু’বার বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে লন্ডনে অনুষ্ঠিত ইউনিভার্সিটিজ অফ দি এম্পায়ার কংগ্রেসে যোগ দেন। ১৯১৩ খ্রী. এবার্ডিন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক এল.এল.ডি. উপাধি পান। ১৯১৪ – ১৯১৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্ৰথম বেসরকারী উপাচার্য হন। ১৯২৫ খ্রী. দক্ষিণ আফ্রিকার ভারতবাসীরদের অবস্থা পর্যালোচনা ও ভারত সরকারের পক্ষ থেকে তথ্যানুসন্ধানে সেখানে যান। ১৯৩০ খ্রী. জাতিসঙেঘ ভারতের অন্যতম প্রতিনিধি নির্বাচিত হন। একাধিক পত্রিকায় তিনি স্বরচিত প্ৰবন্ধ, ভ্ৰমণ-কাহিনী প্রভৃতি প্ৰকাশ করেছেন। রচিত গ্রন্থ: ‘ইউরোপে তিন মাস’ ও ‘স্মৃতিরেখা’। বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ইম্পিরিয়াল লাইব্রেরী (ন্যাশনাল) পরিচালকদের অন্যতম ও সংস্কৃত ভাষা প্রসারে উদ্যোগী ছিলেন।
পূর্ববর্তী:
« দেবপ্ৰসাদ গুপ্ত
« দেবপ্ৰসাদ গুপ্ত
পরবর্তী:
দেবব্রত বিশ্বাস »
দেবব্রত বিশ্বাস »
Leave a Reply