দেবপ্রসাদ ঘোষ (১৫.৩.১৮৯৪ – ১৪.৭.১৯৮৫) গাভা-বরিশাল। ব্ৰজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্ৰনাথ। মাতা অন্নদাসুন্দরী কবি ছিলেন। খ্যাতনামা গণিতজ্ঞ, সুপণ্ডিত শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ। কৃতী ছাত্র দেবপ্ৰসাদ ‘জীবনে কখনো দ্বিতীয় হননি কোনো পরীক্ষায়’। ১৯০৮ খ্রী এন্ট্রান্স ও ১৯১০ খ্রী. আই. এ. পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত বরিশালের ব্ৰজমোহন স্কুল ও কলেজের ছাত্র হওয়ায় সরকারি বৃত্তি থেকে তিনি বঞ্চিত হন। ১৯১২ খ্রী. সিটি কলেজ থেকে গণিতে বি. এ. পরীক্ষায় সর্বপ্রথম স্থান অধিকার করে ঈশান স্কলারশিপ লাভ করেন। ১৯১৪ খ্রী. মিশ্র গণিতে এম. এ. পাশ করে রিপণ কলেজে অধ্যাপক নিযুক্ত হন। এক সময় ভাইস-চ্যান্সেলর আশুতোষ মুখার্জি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ল কলেজ ছাড়া অন্যত্র ল-এর ক্লাশ নেওয়া চলবে না। তবে যদি কোন কলেজের ছাত্র ল পরীক্ষা দিয়ে প্রথম হয় তবেই সেখানে ল ক্লাশ চলতে দেওয়া হবে। অধ্যাপক দেবপ্ৰসাদ রিপণ কলেজের ল ক্লাশের ছাত্র হিসাবে ১৯১৮ খ্রী. ল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে কলেজের ল বিভাগকে চালু রাখেন। ১৯৪১ খ্রী তিনি রংপুরের কারমাইকেল কলেজে অধ্যক্ষপদে যোগ দেন এবং ১৯৫০ খ্রী. অবসর গ্ৰহণ করেন। ১৯২০ খ্রী. প্রতিষ্ঠিত শ্যামসুন্দর চক্রবর্তীর ‘সারভেন্ট’ পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে অসহযোগ আন্দোলনকালে সাংবাদিকতা করেছেন। কিছুদিন হাইকোর্টে ব্যবহারজীবীর কাজও করেছেন। অনেকগুলি ভারতীয় ও ইউরোপীয় ভাষায় তার বিশেষ দখল ছিল। বিশিষ্ট ভাষাতত্ত্ববিদ হিসাবে সমাদৃত ছিলেন। বাংলা ভাষা ও বানান নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে তার পত্র-বিতর্ক এক সময় বিদগ্ধ মহলে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছিল। এ বিষয়ে তার রচিত ‘বাঙ্গালা ভাষা বাণান’ গ্ৰন্থটি বিশেষ উল্লেখযোগ্য। কলিকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক সমিতির সদস্য ছিলেন। সক্রিয় রাজনীতিতে অংশ গ্ৰহণ করেন ১৯১৫ খ্রী. কংগ্রেসের সদস্য হিসাবে। ১৯২৩ – ৩২ খ্রী. বাংলার ন্যাশনালিস্ট পার্টির সদস্য ছিলেন। ১৯৩৩ খ্রী. হিন্দু মহাসভায় যোগ দেন। পরে ১৯৫১ খ্রী. নব-প্রতিষ্ঠিত ভারতীয় জনসঙ্ঘের সদস্য হন। ১৯৫২ খ্রী. নির্বাচনে রাজ্যসভার সদস্যপদ লাভ করেন। ভারতীয় জনসঙ্ঘের সভাপতি ছিলেন পাঁচ বছর এবং রাজ্য শাখার সভাপতি ছিলেন দীর্ঘদিন। ইংরেজী ও বাংলা উভয় ভাষাতেই সুবক্তা হিসাবে খ্যাতি ছিল। রচিত গ্ৰন্থ: ‘হিন্দু কোন পথে’, ‘সতের বৎসর পরে’, ‘তরুণিমা’ (সাহিত্যিক ও সামাজিক আলোচনা), ‘ত্রৈরাশিক’ (ব্যঙ্গ কবিতা), ‘shifting Scenes’ প্রভৃতি। তাছাড়া তাঁর গণিতের পুস্তক এককালে স্কুল-কলেজে বহুল-প্রচলিত ছিল। ঈশান স্কলার শান্তিসুধা ঘোষ তার ভগিনী।
পূর্ববর্তী:
« দেবপাল
« দেবপাল
পরবর্তী:
দেবপ্রসাদ মিত্র »
দেবপ্রসাদ মিত্র »
Leave a Reply