দেবপ্ৰসাদ গুপ্ত (ডিসে ১৯১১ – ৬.৫.১৯৩০) ঢাকা। যোগেন্দ্ৰনাথ (মনা)। কলেজে অধ্যয়নকালে বিপ্লবী সূর্য সেনের দলে যোগ দেন। ১৮-৪-১৯৩০ খ্ৰী চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশগ্রহণ করেন। চারদিন পর জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যদলের সঙ্গে সংঘর্ষে জয়ী হন। ৬ মে ১৯৩০ খ্ৰী. চট্টগ্রামের কালারপোল এলাকায় সাহেবপাড়া আক্রমণকালে আহত হয়ে আত্মহত্যা করেন।
পূর্ববর্তী:
« দেবপ্রসাদ মিত্র
« দেবপ্রসাদ মিত্র
পরবর্তী:
দেবপ্ৰসাদ সর্বাধিকারী, স্যার, সিআইই »
দেবপ্ৰসাদ সর্বাধিকারী, স্যার, সিআইই »
Leave a Reply