দেবপাল (রাজত্বকাল আনু ৮১০ – ৮৫০ খ্রী.) গৌড়। ‘বঙ্গপতি’ ধর্মপাল। পাল-বংশের দিগ্বিজয়ী ও পরাক্রান্ত সম্রাট। তিনি নিজে বৌদ্ধ হলেও রাষ্ট্রক্ষেত্রে তার প্রধান সহায়ক ছিলেন দুই ব্ৰাহ্মণ অমাত্য-গর্গের পুত্ৰ দৰ্ভপাণি ও প্রপৌত্র কেদার মিশ্র। তাদের সহায়তায় দেবপাল হিমালয় থেকে বিন্ধ্য পর্যন্ত সমগ্ৰ উত্তর ভারত থেকে কর ও প্ৰণতি আদায় করেছিলেন। তার খ্যাতি সুমাত্রা, যবদ্বীপ ও মালয় পর্যন্ত বিস্তৃত হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় তার উদার পৃষ্ঠপোষকতা লাভ করেছিল।
পূর্ববর্তী:
« দেবনারায়ণ সরকার
« দেবনারায়ণ সরকার
পরবর্তী:
দেবপ্রসাদ ঘোষ »
দেবপ্রসাদ ঘোষ »
Leave a Reply