দেবনারায়ণ চৌধুরী (জানু ১৯১১ – ১৫.৭.১৯৮৫) নতুন ভারেঙ্গা-পাবনা। ঢাকার বিখ্যাত আইনজীবী নরেন্দ্রনারায়ণ। ইলেকট্রনিক শিল্পের ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৩ খ্রী. পদার্থ-বিদ্যায় এম.এস-সি পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্ৰথম হন। এরপর আচার্য সত্যেন্দ্রনাথ বসু এবং অধ্যাপক খাসনবীশের কাছে দু’বছর বেতার বিষয়ে গবেষণা করেন। রাজনৈতিক কারণে জার্মানি গিয়ে ডক্টরেট করার সুযোগ পাননি। বহু সংস্থায় সুনামের সঙ্গে কাজ করেছেন। ১৯৫৫ খ্ৰী. চাকরি ছেড়ে বিখ্যাত ইলেকট্রনিক সংস্থা ‘দেবসন্স’ প্ৰতিষ্ঠা করেন। ‘রেডিও ম্যানুফ্যাকাচারার্স অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়া’র প্রতিষ্ঠাতা সদস্য ও নিখিল ভারত ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় চেয়ারম্যান ছিলেন। খ্যাতনামা অর্থনীতিবিদ ও ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির সম্পাদক শচীন চৌধুরী তার অগ্রজ এবং বোম্বাইয়ের চিত্র-প্রযোজক হিতেন চৌধুরী তার অনুজ।
পূর্ববর্তী:
« দেবজ্যোতি বৰ্মণ
« দেবজ্যোতি বৰ্মণ
পরবর্তী:
দেবনারায়ণ বাচস্পতি »
দেবনারায়ণ বাচস্পতি »
Leave a Reply