দুলে দে (১৮৯৪ – ?) জানবাজার-কলিকাতা। প্রখ্যাত হকি খেলোয়াড়। প্রকৃত নাম ধীরেন্দ্রনাথ। ক্রীড়ামোদী হকি খেলোয়াড় মাতুল কেরো বসুর (আসল নাম প্ৰবোধ বসু) সহায়তায় গড়পাড় গ্ৰীয়ার ক্লাবে ফুটবল ও ক্রিকেট খেলার সুযোগ পান। হকি খেলায় বিশেষ ঝোক ছিল। এই খেলায় পারদর্শী হয়ে ওঠেন নিজের চেষ্টা ও অধ্যাবসায়ের গুণে। প্রধানত তার ক্রীড়া-নৈপুণ্যেই ১৯১৯ ও ১৯২৩ খ্রী. গ্ৰীয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ লাভ করে। ১৯১৪ – ২৫ খ্রী. পর্যন্ত বরাবর তিনি হকি খেলেছেন।
পূর্ববর্তী:
« দুলালচাঁদ বা রামদুলাল পাল
« দুলালচাঁদ বা রামদুলাল পাল
পরবর্তী:
দুলেন্দ্র ভৌমিক »
দুলেন্দ্র ভৌমিক »
Leave a Reply