দুলালচাঁদ বা রামদুলাল পাল (আনুমানিক ১৭৭৬ – ১৮৩৩) ঘোষপাড়া-নদীয়া। ‘ভাবের গীত’-এর স্রষ্টা দুলালচাদ কর্তাভজা সম্প্রদায়ের দার্শনিক ও তত্ত্বগত ভিত্তি দৃঢ় ও প্রসারিত করেন। ‘ভাবের গীত’ গুরুবাদী সাঙ্কেতিকতার দিক দিয়ে ‘চর্যাপদে’র ঐতিহ্য অনুসরণ করেছে-’মনের মানুষ’, ‘সহজ মানুষ’ খুঁজেছে। তিনি সংস্কৃত, বাংলা, ইংরেজী, ফারসী প্রভৃতি ভাষায় পণ্ডিত ছিলেন। ‘ভাবের পদ’ রচনায় তান্ত্রিক সন্ন্যাসী রামচরণ তাকে বিশেষ সাহায্য করেছিলেন। তিনি ‘শ্ৰীযুত’ নামেও খ্যাত ছিলেন।
পূর্ববর্তী:
« দুলালচন্দ্ৰ মুখোপাধ্যায়
« দুলালচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
দুলে দে »
দুলে দে »
Leave a Reply