দুলালচন্দ্ৰ মুখোপাধ্যায় (অবধূত) (১৯১০ – ১৩.৪.১৯৭৮) ভবানীপুর-কলিকাতা। ‘মরুতীর্থ হিংলাজ’ গ্ৰন্থ লিখে খ্যাত হন। প্ৰথমা স্ত্রীর মৃত্যুর পর সন্ন্যাস নেন। পরে উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে অবধূত হন-নাম হয় ‘কালিকানন্দ অবধূত’। তার ভৈরবী স্ত্রী ছিল। চুচুড়ায় তার প্রতিষ্ঠিত ‘রদ্রচণ্ডী’ মঠে মারা যান। তাঁর লিখিত অন্যান্য গ্ৰন্থ : ‘বশীকরণ’, ‘উদ্ধারণপুরের ঘাট’, ‘কলিতীৰ্থ কালীঘাট’, ‘কঙ্করতন্ত্র’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« দুলাল দত্ত
« দুলাল দত্ত
পরবর্তী:
দুলালচাঁদ বা রামদুলাল পাল »
দুলালচাঁদ বা রামদুলাল পাল »
Leave a Reply