দুর্লভচন্দ্র ভট্টাচার্য (১৮৭২ – ১৯৩৮) নন্দলাল বিদ্যারত্ব। কলিকাতায় মাতামহ কাশীরাম তর্কবাগীশের গৃহে থাকতেন। তার পিতৃব্য এবং ভ্রাতাদের মধ্যে কয়েকজন সঙ্গীতবিদ ছিলেন। তিনিও অল্প বয়স থেকে দীর্ঘ ২০ বছর মৃদঙ্গাচার্য মুরারিমোহন গুপ্তের কাছে পাখোয়াজ-বাদন শিক্ষা করে গুণী পাখোয়াজী-রূপে প্রসিদ্ধিলাভ করেন। তবলাতেও তার দক্ষতা ছিল। সঙ্গীতকে তিনি পেশা হিসাবে গ্ৰহণ না করেও কৃতী শিষ্যমণ্ডলী গঠনে সমর্থ হন। গুরুর স্মৃতিরক্ষার্থে ১৯০৫ খ্রী. ‘মুরারি সম্মেলন’ নামে বার্ষিক সঙ্গীতানুষ্ঠানের প্রবর্তন করে দীর্ঘ ৩০ বছর তার পরিচালনা করেন। বাঙলাদেশে রাগসঙ্গীত-চৰ্চার প্রসারে এই সম্মেলনের বিশেষ ভূমিকা রয়েছে।
পূর্ববর্তী:
« দুর্জন সিং
« দুর্জন সিং
পরবর্তী:
দুলাল তর্কবাগীশ »
দুলাল তর্কবাগীশ »
Leave a Reply