দুৰ্গামোহন ভট্টাচাৰ্য, এম-এ, কাব্যসাংখ্যপুরাণতীর্থ (১৮৯৯ – ১৯৬৫)। তিনি দীর্ঘকাল স্কটিশ চার্চ কলেজে ও পরে কলিকাতা সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন। বৈদিক সাহিত্য, বিশেষ করে বৈদিক সাহিত্যে বাঙালীর দান সম্পর্কে তার গবেষণা উল্লেখযোগ্য। ওড়িশার গ্রামাঞ্চল থেকে অথর্ব বেদের পৈপ্পলাদ শাখার পুথি আবিষ্কার তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ সরকারের পরিভাষা-সমিতির সভ্য, ‘ভারতকোষ’ সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের পুথিশালাধ্যক্ষ ও সহ-সভাপতি ছিলেন। সম্পাদিত গ্ৰন্থ: গুণবিষ্ণুকৃত ‘ছান্দোগ্যমন্ত্রভাষ্য’, গুণবিষ্ণু ও সায়ণের ভাষ্যসহ ‘ছান্দোগ্যব্রাহ্মণ’, হল্যায়ুধকৃত ‘ব্রাহ্মণসর্বস্ব’ প্ৰভৃতি।
পূর্ববর্তী:
« দুৰ্গাপুরী দেবী
« দুৰ্গাপুরী দেবী
পরবর্তী:
দুৰ্গামোহন সেন »
দুৰ্গামোহন সেন »
Leave a Reply