দুৰ্গাপুরী দেবী (১৩০২ – ২৭.৭.১৩৭০ ব.) কলিকাতা। বিপিনবিহারী মুখোপাধ্যায়। তার দীর্ঘজীবন কামনা করে পিতা-মাতা তাকে ভগবানের কাছে উৎসর্গ করেন এবং পুরীর জগন্নাথদেবের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ দেন। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং সংস্কৃতে ‘সাংখ্য-বেদান্ততীৰ্থ’ উপাধি-প্ৰাপ্ত ছিলেন। মাত্র ৮/৯ বছর বয়সে শ্ৰীশ্ৰীমা সারদা দেবীর কাছে দীক্ষা নিয়ে ১৩১৬ ব. সন্ন্যাস-গ্ৰহণ করেন। পরে তিনি গৌরীমা প্রতিষ্ঠিত শ্ৰীশ্ৰী সারদেশ্বরী আশ্রমের কাজে লিপ্ত থেকে স্ত্রীশিক্ষায় সাহায্য করে গেছেন।
পূর্ববর্তী:
« দুৰ্গানাথ রায়
« দুৰ্গানাথ রায়
Leave a Reply