দুৰ্গানাথ রায় (১২৫৭ – ১৩৪৪ ব)। টাঙ্গাইলে জন্ম। যৌবনে ব্ৰাহ্মধর্ম গ্ৰহণ করে বঙ্গচন্দ্র রায়ের সহযোগী ও সহকর্মী হিসাবে পূর্ববঙ্গ ও আসামে ধর্মপ্রচার শুরু করেন। ব্ৰহ্মানন্দ কেশবচন্দ্রের প্রিয় অনুচর রূপে ধর্ম-প্রচারার্থ তার দলের সঙ্গে দেশ-বিদেশে যান। সুকণ্ঠ গায়ক ছিলেন এবং উপাসনা চলাকালীন ভাব অবলম্বনে তৎক্ষণাৎ সঙ্গীত রচনা করে গান করতেন। তার রচিত ব্ৰহ্মসঙ্গীত ‘বিধান সঙ্গীত’ নামে প্ৰকাশিত হয়। বহু বছর ঢাকা থেকে প্রকাশিত পাক্ষিক পত্রিকা ‘বঙ্গবন্ধু’র সম্পাদনা ও ধর্মসম্বন্ধীয় পত্রিকা ‘মিলন’ প্ৰকাশ করেন। ভূমিকম্প ও দুর্ভিক্ষের সময় সেবাকার্যে সহায়তা করতেন। দীর্ঘকাল নবাব আবদুল গণি রিলিফ ফান্ডের কাৰ্যও করেছিলেন।
পূর্ববর্তী:
« দুৰ্গাদাস লাহিড়ী
« দুৰ্গাদাস লাহিড়ী
পরবর্তী:
দুৰ্গাপুরী দেবী »
দুৰ্গাপুরী দেবী »
Leave a Reply