দুর্গাদাস শেঠ (২০-৯-১৮৯৫ – ১৯৫৮) পালপাড়া-চন্দননগর। নৃত্যগোপাল। তার চেষ্টায় চন্দননগরে একটি স্বদেশ-অনুরাগী চক্র গড়ে ওঠে। তার সদস্যদের দিয়ে অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘শিল্প সমবায়’ প্ৰতিষ্ঠা করেন। ‘স্বদেশী বাজার’ নামে একখানি সাপ্তাহিক পত্রিকাও প্ৰকাশ করেছিলেন। সঙ্গী ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, কানাই সামন্ত, রামেশ্বর দে ও কালীচরণ ঘোষ। রাজদ্রোষে পড়ে পত্রিকাটি এক বছর পরে বন্ধ হয়ে যায় (১৯২৯)। প্রবর্তক সঙেঘ বহু অর্থ দান করেন। শ্ৰীঅরবিন্দ পণ্ডিচেরী যাওয়ার পর থেকে তার ব্যয়নির্বাহের জন্য ‘প্রবর্তক’ মারফত নিয়মিত টাকা পাঠাতেন। বিপ্লবী রাসবিহারী বসুকেও প্রয়োজনে অর্থ সাহায্য করতেন। শেষের দিকে পৈতৃক সম্পত্তি থেকে প্ৰাপ্ত এক লক্ষ টাকা পণ্ডিচেরী আশ্রমে দান করে তিনি শ্ৰীঅরবিন্দের কাছে আত্মসমর্পণ-যোগ গ্রহণ করেছিলেন। গুরুদক্ষিণা দিয়ে প্রায় নিঃস্ব অবস্থায় কলিকাতায় বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়ের আশ্রয়ে থাকেন। এ সময় তিনি শিল্প সমবায় তহবিল থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বিপ্লবী শ্ৰীশচন্দ্ৰ ঘোয়ের নামে ‘শ্ৰীশ ফান্ড’ প্ৰতিষ্ঠা করে তা ট্রাস্টির হাতে দেন। চন্দননগর সংস্কৃতির প্রাণপুরুষ হরিহর শেঠ তার অগ্ৰজ।
পূর্ববর্তী:
« দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
« দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
দুর্গামোহন দাশ »
দুর্গামোহন দাশ »
Leave a Reply