দুৰ্গাদাস লাহিড়ী (১৫.১-১২৬০ – ২১-৪-১৩৩৯ ব) চকব্রাহ্মণগড়িয়া-নদীয়া। সুধারাম। কলিকাতা মেট্রোপলিটন কলেজে অধ্যয়নকালেই সাহিত্যচর্চা শুরু। ১৮৮৭ – ১৯০৫ ‘অনুসন্ধান’ পত্রিকা পরিচালনা করেন। পত্রিকাটি মাসিক, পাক্ষিক, দৈনিক আকারে এবং পরে ইংরাজী বাংলা উভয় ভাষাতেই প্ৰকাশিত হত। পরে ‘বঙ্গবাসী’ পত্রিকার সম্পাদক হয়ে ১৯০৯ খ্রী. পর্যন্ত এই পদে প্রতিষ্ঠিত ছিলেন। এই সময়ে ‘অন্নরক্ষিণী সভা’ স্থাপন করে দেশের ধান বিদেশে রপ্তানির বিরুদ্ধে আন্দোলন করেন। ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি হিসাবে ‘রয়্যাল সোসাইটি অফ আর্টস’ কর্তৃক আমন্ত্রিত হয়েও তিনি ইংল্যান্ড যাননি। বহু গ্ৰন্থ রচনা করলেও তার সর্বপ্ৰধান কীর্তি ‘পৃথিবীর ইতিহাস’ রচনার প্রয়াস। কিন্তু ভারতবর্ষের ইতিহাস সাতখন্ডে সমাপ্ত করেই তিনি মারা যান। মূল এবং ব্যাখ্যা ও অনুবাদ সহ চতুৰ্বেদ বাংলা অক্ষরে প্রকাশ তার উল্লেখযোগ্য অবদান। ইংরেজ কবি টেনিসনের ‘এনক আর্ডেন’ কাব্য বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন। রচিত ও সম্পাদিত অন্যান্য গ্রন্থ: ‘দ্বাদশ নারী’, ‘নির্বাণ জীবন’, ‘ভারতে দুর্গোৎসব’, ‘চুরি জুয়াচুরি’, ‘জাল ও খুন’, ‘বাঙালীর গান’, ‘বৈষ্ণব পদলহরী’, ‘রামায়ণ’, ‘মহাভারত’, ‘স্বাধীনতার ইতিহাস’, ‘রাণী ভবানী’, ‘শিখ যুদ্ধের ইতিহাস’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« দুৰ্গাদাস রায়চৌধুরী
« দুৰ্গাদাস রায়চৌধুরী
পরবর্তী:
দুৰ্গানাথ রায় »
দুৰ্গানাথ রায় »
Leave a Reply