দুৰ্গাদাস রায়চৌধুরী (১৯১৮ – ২৭-৯-১৯৪৩)। সেনাবিভাগের কর্মী দুর্গাদাস জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করেন। ‘ফোর্থ মাদ্রাজ কোস্ট্যাল ডিফেন্স ব্যাটারী’ ধ্বংস করার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে তিনি অপর ১১ জনের সঙ্গে ১৮-৪-১৯৪৩ খ্রী. গ্রেপ্তার হন। কোট মার্শালে দুৰ্গাদাস ও অপর ৮ জনের মৃত্যুদণ্ড হয়। মৃত্যুর আগে তারা একে অপরকে আলিঙ্গন করে বন্দেমাতরম ধ্বনি দিয়ে মৃত্যুবরণ করেন।
পূর্ববর্তী:
« দুৰ্গাদাস দে
« দুৰ্গাদাস দে
পরবর্তী:
দুৰ্গাদাস লাহিড়ী »
দুৰ্গাদাস লাহিড়ী »
Leave a Reply