দুৰ্গাদাস দে (১৮৬৫ – ১৯১১) কলিকাতা। স্কুলের শিক্ষাশেষে একটি ‘মডেল স্কুল’ স্থাপন করে কর্মজীবন শুরু করেন। পরে একটি পুস্তকালয় স্থাপন করে গ্রন্থপ্ৰকাশে ব্ৰতী হন। তিনি পরপর ‘মজলিস’, ‘গল্পগুজব’, ‘দুৰ্গাদাসের দপ্তর’ প্রভৃতি কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেন। কিছুদিন তিনি সিটি, মিনার্ভা, ক্লাসিক, গ্র্যাণ্ড প্রভৃতি নাট্যশালার কার্যাধ্যক্ষের কাজ করেন। তাঁর রচিত প্রথম গ্ৰন্থ ‘আদর্শ ব্যাকরণ’। ‘শ্ৰী’, ‘জুবিলী’, ‘যজ্ঞ’, ‘ল’বাবু, ‘ছবি’, ‘শ্ৰীকৃষ্ণের বাল্যলীলা, ‘মহিলা মজলিস’ প্রভৃতি কয়েকটি নাটকও তিনি রচনা করেছিলেন।
পূর্ববর্তী:
« দুৰ্গাদাস চট্টোপাধ্যায়
« দুৰ্গাদাস চট্টোপাধ্যায়
পরবর্তী:
দুৰ্গাদাস রায়চৌধুরী »
দুৰ্গাদাস রায়চৌধুরী »
Leave a Reply