দুৰ্গাদাস চট্টোপাধ্যায় (মে ১৮৯৯ – মে ১৯৩১)। প্রেসিডেন্সী ম্যাজিষ্ট্রেট রাখালদাস। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়ার সময় মহাত্মা গান্ধীর আহ্বানে অসহযোগ আন্দোলনে যোগদান করেন। এই সূত্রে প্রফুল্ল সেন প্রমুখ কয়েকজন সহকর্মীসহ তিনি হুগলীতে আসেন। এখানে বিপ্লবী ভূপতি মজুমদারের সঙ্গে পরিচয় হয় এবং তার পরিচালনায় হুগলী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকরূপে অন্তরালে থেকে বিপ্লবী কাৰ্য চালাতে থাকেন। এজন্য তার ওপর পুলিসী অত্যাচার-উৎপীড়ন চলে এবং কয়েকবার তিনি কারাদণ্ডও ভোগ করেন। ছাত্রদের কাছে তিনি ঋষিতুল্য ব্যক্তি ছিলেন। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত জামা-জুতা পরবেন না—এই ছিল তাঁর সঙ্কল্প। হুগলী জেলে মৃত্যু। প্রখ্যাত আইনজীবী ও দেশপ্রেমিক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় তার অগ্ৰজ।
পূর্ববর্তী:
« দুৰ্গাচরণ সাংখ্য-বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায়
« দুৰ্গাচরণ সাংখ্য-বেদান্ততীৰ্থ, মহামহোপাধ্যায়
পরবর্তী:
দুৰ্গাদাস দে »
দুৰ্গাদাস দে »
Leave a Reply