দুর্গাচরণ লাহা, মহারাজা, সিআইই, (২৩-১১-১৮২২ – মার্চ ১৯০৪) চুচুড়া-হুগলী। প্ৰাণকৃষ্ণ। কলিকাতার গৌরমোহন আঢ্যের ও গোবিন্দচরণ বসাকের স্কুলে পড়াশুনা করে হিন্দু কলেজে ভর্তি হন। ১৭ বছর বয়সে সহকারী হিসাবে পৈতৃক ব্যবসায়ে প্রবেশ করেন। ১৮৫৩ খ্ৰী পিতার মৃত্যুর পর স্বয়ং ব্যবসায়ের পরিচালক হন। তার সুযোগ্য পরিচালনায় ‘প্ৰাণকৃষ্ণ লাহা অ্যান্ড কোম্পানী’ অল্পকালের মধ্যেই প্ৰতিপত্তি লাভ করে। ১৮৬৩ খ্রী. কয়েকজন ব্যবসায়ী বন্ধুর সহযোগীতায় ‘ক্যালকাটা সিটি ব্যাঙ্কিং কপোরেশন’ নামে একটি ব্যাঙ্ক স্থাপন করেন। এটি পরে ‘ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া’ নামে পরিচিত হয়। এ ছাড়া মহাজনী ব্যবসায়ও করতেন। দাতা হিসাবে সুখ্যাতি ছিল। কলিকাতা প্রেসিডেন্সী কলেজ, কলিকাতা বিশ্ববিদ্যালয়, মেয়ো হাসপাতাল প্রভৃতি প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষায়তনে ও চুচুড়ায় জলের কল স্থাপনে এবং ১৮৬৪ খ্ৰী. দুর্ভিক্ষে বহু টাকা দান করেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্ৰথম কলিকাতা বন্দরের পরিচালক সমিতির অন্যতম মনোনীত সদস্য ছিলেন। ১৮৮২ খ্রী. কলিকাতার শেরিফ এবং ১৮৮৮ খ্রী. মেয়ো হাসপাতালের অন্যতম পরিচালক নিযুক্ত হন। তাছাড়া কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ও বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য এবং ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছিলেন। তৎকালীন রাজনীতিতেও অংশগ্ৰহণ করতেন। পুত্ৰ কৃষ্ণদাসও বিভিন্ন কাজে বহু অর্থ দান করেছেন।
পূর্ববর্তী:
« দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা.
« দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা.
পরবর্তী:
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় »
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply