দুৰ্গাচরণ রক্ষিত (সেপ্টেম্বর ১৮৪১ – আগস্ট ১৮৯৮) চন্দননগর-হুগলী। গোবিন্দচন্দ্ৰ। পিতৃহীন হলে ১৪ বছর বয়সে পিতার কর্মস্থান ‘ক্যামা অ্যাণ্ড ল্যামারু’ নামক ফরাসী বাণিজ্য-প্রতিষ্ঠানের সহকারী কোষাধ্যক্ষ নিযুক্ত হন। সেখানে তহবিল তছরূপের অপবাদে বিপন্ন হয়ে চাকরি ছেড়ে স্বাধীনভাবে ব্যবসায় শুরু করেন এবং অল্পদিনের মধ্যেই প্ৰতিষ্ঠা লাভ করেন। এ চন্দননগরের সব-রকম জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল। উক্ত অঞ্চলে প্রথম দাতব্য আয়ুৰ্বেদীয় চিকিৎসালয় তিনিই স্থাপন করেন। দারিদ্র্যের জন্য উচ্চশিক্ষালাভে বঞ্চিত হলেও পরবর্তী কালে তিনি ইংরেজী ও ফরাসী ভাষা উত্তমরূপে শিখেছিলেন। ১৮৭২ খ্রী. চন্দননগর ‘লোকাল কৌন্সিলে’র সভ্য হন এবং ১৮৭৯-৯৫ খ্রী. পর্যন্ত তার সভাপতি হিসাবে শাসকগোষ্ঠীকে পরামর্শ দান করেন। ১৮৮৩ খ্রী. অবৈতনিক জজ ও ম্যাজিষ্ট্রেট হন এবং বিদ্যানুরাগের জন্য প্যারীনগরের ফরাসী সাজিত্য পরিষদ তাঁকে সম্মানিত সভ্যপদ (Officer de Academie) অর্পণ করে পদক পাঠান। তিনিই প্ৰথম চন্দননগরবাসী ভারতীয় যিনি ফরাসীগণ কর্তৃক বহু-সম্মানাস্পদ Chevalier-la-legion d’houneur এবং ১৮৮৯ খ্রী কম্বোজ ফরাসী সমাজকর্তৃক Chavalier de ordre Royal du Cambodge উপাধিতে ভুষিত হন।
পূর্ববর্তী:
« দুৰ্গাচরণ চক্রবর্তী
« দুৰ্গাচরণ চক্রবর্তী
Leave a Reply