দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় (১৮৮৩ – ২৬-৬-১৯৩৫) কলিকাতা। রামনারায়ণ। ওরিয়েন্টাল সেমিনারী থেকে প্ৰবেশিকা এবং ডাফ কলেজ থেকে ইতিহাস ও অর্থশাস্ত্ৰে প্রথম স্থান অধিকার করে বি-এ, এবং ক্রমে এম.এ,ল ও অ্যাটর্নি পরীক্ষায় (১৯০৭) কৃতকার্য হয়ে আইন ব্যবসায়ে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনের সূচনায় তিনি পৌরতন্ত্র ব্যাপারে বিশেষভাবে জড়িত হন। অরডিগনাম অ্যাণ্ড কোম্পানীর প্রধান অংশীদার ছিলেন। উত্তর কলিকাতার একজন বিশিষ্ট কংগ্ৰেসকমীরূপে বিভিন্ন কর্মে সহায়তা করেছেন। বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে মুক্তহস্তে দান করতেন। দেশীয় শিল্পের উন্নতিমূলক প্রত্যেকটি প্রচেষ্টার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন তাকে ‘মুকুটহীন রাজা’ বলে অভিহিত করতেন। রচিত গ্ৰন্থ: ‘ইণ্ডিয়ান কনভিয়েনসিং’ ও ‘ইণ্ডিয়ান রেজিষ্ট্রেশন অ্যাক্ট’।
পূর্ববর্তী:
« দুনিরাম পাল
« দুনিরাম পাল
পরবর্তী:
দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা. »
দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, ডা. »
Leave a Reply