দুৰ্গাচরণ চক্রবর্তী (১)। ‘স্থপতিবিজ্ঞান’, ‘সার্ভেয়িং বা জরিপ শিক্ষা’, ‘অলৌকিক রহস্য’, ‘ষষ্ঠেন্দ্ৰিয় ও অলৌকিক রহস্যের যৌগিক ব্যাখ্যা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা।
দুর্গাচরণ চক্রবর্তী (২)। নামান্তরে ধূলা বা বুলা চক্রবর্তী। তিনি ফরমাশমত যে-কোন নির্দিষ্ট ভাবের বা যে-কোন ছন্দের কবিতা-রচনায় সিদ্ধহস্ত ছিলেন। ‘তরণীসেন বধ’ ও ‘রাসলীলা’ তার রচিত উল্লেখযোগ্য পালাগ্ৰন্থ।
Leave a Reply