দুৰ্গাকুমার বসু, রায়সাহেব (১৭-৮-১৮৪৮ – জানু ১৯২৪) তেঘরিয়া-ঢাকা। সদানন্দ। বি-এ পাশ করে শ্ৰীহট্ট মিশন হাই স্কুলের প্রধান শিক্ষকের পদ লাভ করেন। ১৮৬৯ খ্রী. শ্ৰীহট্ট জিলা স্কুল স্থাপিত হলে প্ৰধান শিক্ষক নিযুক্ত হয়ে ৩৪ বছর সেখানে ছিলেন। তার ছাত্রদের মধ্যে বিপিনচন্দ্ৰ পাল, সন্তদাস বাবাজী, গুরুসদয় দত্ত, রমাকান্ত রায়, সীতানাথ তত্ত্বভূষণ, সুন্দরীমোহন দাস প্রমুখের নাম উল্লেখযোগ্য। আসামের শিক্ষাবিস্তারে তার প্রয়াস প্রশংসনীয়। ব্ৰাহ্মধর্মে বিশ্বাসী ছিলেন। শ্ৰীহট্টের ব্ৰাহ্মসমাজগৃহ-নির্মাণে তার অবদান অনেকখানি। স্বগ্রামে একটি দাতব্য চিকিৎসালয় এবং শ্ৰীহট্ট শহরে তার প্রতিষ্ঠিত পাঠশালা পরে ‘দুৰ্গাকুমার পাঠশালা’ নামে অভিহিত হয়।
পূর্ববর্তী:
« দুলেন্দ্র ভৌমিক
« দুলেন্দ্র ভৌমিক
পরবর্তী:
দুৰ্গাচরণ ঘড়িয়াল »
দুৰ্গাচরণ ঘড়িয়াল »
Leave a Reply