দুনিরাম পাল (১৮শ শতাব্দীর শেষার্ধ) তিতাবাদী-ঢাকা। তন্তুবায় বিদ্রোহের প্রধান সংগঠক ও অন্যতম নেতা। তার নেতৃত্বে এই আন্দোলনের ফলে ঐ অঞ্চলে তন্তুবায়দের ওপর ইংরেজ বণিকদের উৎপীড়ন কিছুটা হ্রাস পেয়েছিল।
পূর্ববর্তী:
« দুদুমিঞা
« দুদুমিঞা
পরবর্তী:
দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় »
দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply