দুদুমিঞা (১৮১৯ – ২৪-৯-১৮৬০) ফরিদপুর (?)। পিতা-ফরাজী ধর্মমতের প্রবর্তক শরিয়তুল্লা। মহম্মদ মহসীন নামে তিনি সমধিক প্ৰসিদ্ধ। তরুণ বয়সে মক্কা যান এবং দেশে ফিরে পিতার ‘ফরাজী’ মতবাদের প্রচার ও সংগঠন স্থাপনের কাজে আত্মনিয়োগ করেন। ফরিদপুরের ‘ফরাজীবিদ্রোহে’র (১৮৩৭-৪৮) প্রধান নায়ক ও ওয়াহাবী আদর্শে বিশ্বাসী ছিলেন। তার নেতৃত্বে ফরিদপুরে ১৮৪৭ খ্রী. ফরাজী-আন্দোলন তীব্রতম রূপ ধারণ করে। জনসাধারণের স্বাধীন রাজ্য প্ৰতিষ্ঠার উদ্দেশ্যেই বিদ্রোহ পরিচালনা করে তিনি সফলকাম হয়েছিলেন। জনসাধারণের উপর থেকে করা বিলোপ করে তিনি শোষকশ্রেণীর কাছ থেকে কর আদায় করতেন এবং গ্রামে গ্রামে বৃদ্ধ ব্যক্তিদের নিয়ে আদালত প্রতিষ্ঠা করে বিচারকার্য চালাতেন। ১৮৩৮, ১৮৪৪ ও ১৮৪৭ খ্রী. লুণ্ঠনের অভিযোগে গ্রেপ্তার করেও প্রামাণাভাবে প্রত্যেকবারেই সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হন। ১৮৫৭ খ্রী. মহাবিদ্রোহের সময় সতর্কতামূলক ব্যবস্থার জন্য ‘রাজবন্দী’ হিসাবে তাকে আটক রাখা হয়। এভাবে সমগ্র জীবনব্যাপী সংগ্রাম ও দীর্ঘ কারাবাসের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। অবশেষে নানা ব্যাধির আক্রমণে তিনি মারা যান।
পূর্ববর্তী:
« দুদু মিয়া (মহ্সিন উদ্দীন আহমদ)
« দুদু মিয়া (মহ্সিন উদ্দীন আহমদ)
পরবর্তী:
দুনিরাম পাল »
দুনিরাম পাল »
Leave a Reply