দুকড়িবালা দেবী (২১-৭-১৮৮৭ – ২৮-৪-১৯৭০) ঝাউপাড়া-বীরভূম। নীলমণি চট্টোপাধ্যায়। স্বামী ফণিভূষণ চক্রবর্তী। প্রথম মহিলা বিপ্লবীদের অন্যতম। বিপ্লবী দলের সদস্য তার বোনপো নিবারণ ঘটকের প্রভাবে তিনি দেশের কাজে এগিয়ে আসেন। নিবারণের দেওয়া সাতটি মসার পিস্তল নিজের হেফাজতে লুকিয়ে রেখেছিলেন। পুলিস কোন সূত্রে সন্ধান পেয়ে ৮-১-১৯১৭ খ্রী. তাদের বাড়ি তল্লাসী করে এগুলি উদ্ধার করে এবং গ্রামের বধু দুকড়িবালা গ্রেপ্তার হন। কোলের শিশুকে বাড়িতে রেখে তিনি জেলে যান। দু’বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করে ১৯১৮ খ্রী. মুক্তি পান। বিপ্লবী দলে ‘মাসীমা’ নামে পরিচিত ছিলেন।
পূর্ববর্তী:
« দুঃখীরাম
« দুঃখীরাম
পরবর্তী:
দুদু মিয়া (মহ্সিন উদ্দীন আহমদ) »
দুদু মিয়া (মহ্সিন উদ্দীন আহমদ) »
Leave a Reply