দুঃখীরাম (১৮৭৫ – ১৬-৬-১৯২৯)। প্রকৃতনাম উমেশ মজুমদার। কলিকাতায় ফুটবল ও ক্রিকেটের প্রথম যুগের একজন প্রধান উদ্যোক্তা এবং এরিয়ান ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। অকৃতদার ছিলেন। তিনি ব্যবসায়ে অর্জিত অধিকাংশ অর্থ খেলার জন্য ব্যয় করে গেছেন। বহু নামকরা খেলোয়াড় তার শিষ্য ছিলেন। ক্রীড়ামোদী মহলে তিনি ‘দুঃখীরাম বাবু’ এবং খেলোয়াড় মহলে ‘স্যার’ নামে পরিচিত। তারই শিক্ষার গুণে বাঙলাকে একসময় ভারতের ফুটবলের পীঠস্থান ভাবা হত।
পূর্ববর্তী:
« দুঃখহরণ চক্রবর্তী
« দুঃখহরণ চক্রবর্তী
পরবর্তী:
দুকড়িবালা দেবী »
দুকড়িবালা দেবী »
Leave a Reply