দুঃখহরণ চক্রবর্তী (১৮.১.১৯০৩ – ২৪.৯.১৯৭২)। ১৯২০ খ্ৰী. ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ও ১৯২৬ খ্ৰীঅগ্যানিক কেমিস্ট্রিতে প্ৰথম শ্রেণীতে এম.এস-সি. পাশ করেন এবং ১৯৩৪ খ্রী. ডিএস-সি হন। ১৯৩৪-৫০ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কেমিষ্ট্রি বিভাগে অধ্যাপনা করেন। ১৯৫৪ খ্রী. রেজিস্ট্রর ও ১৯৬০ খ্রী. ঘোষ প্রফেসর হন। ১৯৬৯ খ্রী. অবসর-গ্রহণের সময় তিনি পিওর কেমিষ্ট্রি বিভাগের প্রধান ও বিজ্ঞান বিভাগের ডীন ছিলেন। বসু বিজ্ঞান প্রতিষ্ঠানের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল। ১৯৬২ খ্রী. প্রতিষ্ঠিত ‘সায়েন্স ফর চিলড্রেন’-এর অন্যতম উদ্যোক্তা ও বহু গবেষণাপত্রের লেখক ছিলেন। রঞ্জনের উপাদান সম্পর্কে বাংলা ভাষায় তার একখানা বই আছে।
পূর্ববর্তী:
« দীপ্তেন্দ্রকুমার সান্যাল
« দীপ্তেন্দ্রকুমার সান্যাল
পরবর্তী:
দুঃখীরাম »
দুঃখীরাম »
Leave a Reply