দীপ্তেন্দ্রকুমার সান্যাল (১৯২৪ – ৭-৫-১৯৬৬)। সুধীরেন্দ্ৰ। ১৯৪৬ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম-এ পাশ করার পর ১৯৪৮ খ্রী. ‘অচলপত্র’ মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। পত্রিকাটি সে সময়ে সাহিত্য ও সংস্কৃতিক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করে। রসরচনায় নিজেও বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। মাসিক বসুমতী পত্রিকায় প্রথম দিকে ‘নীলকণ্ঠ’ ছদ্মনামে লিখতেন। তার রচিত উপন্যাস ও সাহিত্যবিষয়ক প্ৰায় ৩০টি গ্রন্থের মধ্যে ‘বিশ্বসাহিত্যের সূচীপত্র’, ‘সুভাষচন্দ্ৰ’’, ‘আসামী কারা?’, ‘বসন্ত কেবিন’, ‘পাগল ভাল কর মা’, ‘অপাঠ্য’, ‘এলেবেলে’, ‘হ-রে-ক-র-ক-ম-বা’, ‘শৌলমারী আশ্রমের রহস্য’, ‘বার্ধক্যে বারাণসী’ ও ‘জীবনরঙ্গ’ বিশেষ উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« দীপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
« দীপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
দুঃখহরণ চক্রবর্তী »
দুঃখহরণ চক্রবর্তী »
Leave a Reply