দীপেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (১০-১১-১৯৩৩ – ১৪-১-১৯৭৯) ইছাপুর-বিক্রমপুর, ঢাকা। ধীরেন্দ্রনাথ। কলিকাতায় জন্ম। সাহিত্যিক। দেওঘর বিদ্যাপীঠ, প্রেসিডেন্সী কলেজ, স্কটিশ চার্চ কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৫৪ খ্রী. কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন এবং ১৯৫৮ খ্রী. থেকে পার্টির সর্বক্ষণের কর্মী হন। ১৯৫৬ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডোরশনের নেতা থাকা-কালে ছাত্ৰ-সংসদের পত্রিকা ‘একতা’-র সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৭ খ্রী. ‘ছাত্র অভিযান’ পত্রিকাও সম্পাদনা করেন। ১৯৫৩ খ্রী. থেকে ‘পরিচয়’ পত্রিকার সঙ্গে যুক্ত থাকেন। আগস্ট ১৯৬৮ খ্রী. থেকে এই পত্রিকার যুগ্ম সম্পাদক এবং মে ১৯৭৬ খ্ৰী থেকে তার একক সম্পাদক হিসাবে কাজ করেন। ‘কালান্তর’ দৈনিক পত্রিকার প্রকাশকাল থেকে তার যোগাযোগ ছিল। কালান্তরের ‘জনমত’ বিভাগে শ্ৰীচরণ বন্দ্যোপাধ্যায়, তপন উপাধ্যায়, নচিকেতা দাস, সিরাজ ইসলাম প্রভৃতি ছদ্মনামে লিখতেন। ‘পরিচয়’-এ ব্যবহৃত ছদ্মনাম—কজ্জল সেন, দীপান্বিতা বন্দ্যোপাধ্যায় প্রভৃতি। সারা ভারত প্ৰগতি লেখক সঙেঘর অন্যতম সম্পাদক ছিলেন। ভারতের লেখক প্ৰতিনিধি হয়ে লেবানন ও মস্কো গিয়েছিলেন। অনেক গল্প ও উপন্যাস রচনা করেছেন। তন্মধ্যে ‘তৃতীয় ভুবন’, ‘বিবাহবার্ষিকী’, ‘ঘাম’, ‘শোক মিছিল’, ‘চর্যাপদের হরিণী’, ‘অশ্বমেধের ঘোড়া’ প্রভৃতি উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« দীপেন বসু
« দীপেন বসু
পরবর্তী:
দীপ্তেন্দ্রকুমার সান্যাল »
দীপ্তেন্দ্রকুমার সান্যাল »
Leave a Reply