দীনেশচরণ বসু (১৮৫১ – ১৮৯৮) শ্ৰীবাড়ি—ঢাকা। অভয়াচরণ। পিতার কর্মক্ষেত্ৰ ভাগলপুর থেকে প্ৰবেশিকা পাশ করে কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হন। শারীরিক অসুস্থতার জন্য পড়া ছেড়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। ‘বঙ্গদর্শন’, ‘বান্ধব’ ও ‘স্টেটসম্যান’ পত্রিকায় রচনাবলী প্ৰকাশ করতেন। ‘চারুবার্তা’, ‘ভারতমিহির’, ‘ঢাকা প্রকাশ’, ‘চারুমিহির’ প্রভৃতি পত্রিকার সঙ্গে সম্পাদনাসূত্রে তাঁর যোগাযোগ ছিল। নাসিরাবাদ মাইনর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৮৭৭ খ্রী. ভারত-সভার অনুকরণে ময়মনসিংহ-সভা স্থাপনের তিনি অন্যতম উদ্যোক্তা। সঙ্গীত-রচনা ও অঙ্কনশিল্পেও দক্ষতা ছিল। অমিত্ৰাক্ষর ছন্দে রচি। পরবর্তী জীবনের কাব্যে হেমচন্দ্রের প্রভাব বিদ্যমান। রচিত ও প্রকাশিত গ্রন্থ ‘মানস-বিকাশ’, ‘কবিকাহিনী’, ‘কুলকলঙ্গিনী’ (উপন্যাস), ‘মহাপ্ৰস্থানকাব্য’ প্রভৃতি উল্লেখযোগ্য। পূর্ববঙ্গের সামাজিক আন্দোলনের সঙ্গেও তাঁর যোগ ছিল।
পূর্ববর্তী:
« দীনেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য
« দীনেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য
পরবর্তী:
দীনেশরঞ্জন দাশ »
দীনেশরঞ্জন দাশ »
Leave a Reply