দীনেশচন্দ্র সেন, রায়বাহাদুর (৩.১১.১৮৬৬ – ২০.১১.১৯৩৯) সুয়াপুর-ঢাকা। ঈশ্বরচন্দ্ৰ। খ্যাতনামা ইতিহাসকার, গবেষক ও পণ্ডিত। ১৮৮২ খ্রী. ঢাকা জগন্নাথ স্কুল থেকে এন্ট্রান্স ও ১৮৮৫ খ্রী. ঢাকা কলেজ থেকে এফ.এ. পাশ করে হবিগঞ্জে শিক্ষকতা শুরু করেন। ১৮৮৯ খ্রী. ইংরেজীতে অনার্সসহ বি.এ. পাশ করেন। ১৮৯১ খ্রী. কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধানশিক্ষকের পদ পান। এই সময়ে গ্রাম-বাঙলার লুপ্তপ্ৰায় অপ্ৰকাশিত প্ৰাচীন বাংলা পুঁথি সংগ্রহের উদ্দেশ্যে পদব্রজে গ্রামে গ্রামে ঘোরেন। এইভাবে সংগৃহীত পুঁথিগুলির মধ্যে ১৯০৫ খ্রী. শ্ৰীকর নন্দীর ‘ছুটিখানের মহাভারত’ বিনোদবিহারী কাব্যতীর্থের সহযোগিতায় এবং মানিক গঙ্গোপাধ্যায়ের ‘শ্ৰীধর্মমঙ্গল’ হরপ্ৰসাদ শাস্ত্রীর সহযোগিতায় প্ৰকাশ করেন। তিনিই প্ৰথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাংলা সাহিত্যের গবেষণা করেন। এই গবেষণার ফলস্বরূপ রচিত গ্ৰন্থ ‘বঙ্গভাষা ও সাহিত্য’ তার অমর কীর্তি। পূর্ববঙ্গে মুখে মুখে প্রচলিত লোকগীতি অবলম্বনে তিনি ১৯২০ খ্রী. ‘দি ফোক লিটারেচার অফ বেঙ্গল’ এবং ১৯২৩-৩২ খ্রী. মোট আট খণ্ডে ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ এবং তার ইংরেজী আলোচনা ও অনুবাদ ঈস্টার্ন বেঙ্গল ব্যালাডসঃ মৈমনসিংহ’ এবং ‘ঈস্টার্ন বেঙ্গল ব্যালাডস’ নামে প্রকাশ করেন। ১৯০৯-১৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নবপ্রবর্তিত রীডার এবং শেষে ‘রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ’ পদ গ্ৰহণ করে ১৯৩২ খ্রী. পর্যন্ত কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তার সাহায্যেই স্যার আশুতোষ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ভাষা তথা বাংলায় এমএ পঠন-পাঠনের ব্যবস্থা করেন। ১৯২১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয় তঁকে পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ ডিলিট. উপাধি এবং ১৯৩১ খ্রী. বাংলা সাহিত্যে বিশিষ্ট অবদানের জন্য ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্ৰদান করে। ১৯২৯ খ্রী. তিনি হাওড়ায় বঙ্গীয় সাহিত্য সম্মেলনের মূল-সভাপতি এবং ১৯৩৬ খ্রী. রাচিতে অনুষ্ঠিত প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের মূল ও সাহিত্য শাখার সভাপতি নির্বাচিত হন। তার রচিত অন্যান্য গবেষণা গ্ৰন্থ: ‘হিস্টরি অফ বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ অ্যাণ্ড লিটারেচার’, ‘বঙ্গ-সাহিত্যপরিচয়’ (২ খণ্ড), ‘দি বেঙ্গলী রামায়ণস’, ‘রামায়ণী কথা’, ‘বেহুলা’, ‘সতী’, ‘ফুল্লারা’, ‘দি বৈষ্ণব লিটারেচার অফ মিডিয়েভ্যাল বেঙ্গল’, ‘চৈতন্য অ্যান্ড হিজ কম্প্যানিয়নস’, ‘চৈতন্য অ্যাণ্ড হিজ এজ’, ‘বৃহৎ বঙ্গ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« দীনেশচন্দ্র সরকার
« দীনেশচন্দ্র সরকার
পরবর্তী:
দীনেশচন্দ্ৰ গুপ্ত, ওরফে নসু »
দীনেশচন্দ্ৰ গুপ্ত, ওরফে নসু »
Leave a Reply