দীনেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য (১৮৯০ – ১৯৫৭)। রাজশাহী, চট্টগ্রাম, হুগলী প্রভৃতি কলেজের অধ্যাপক এবং প্রাচীন সাহিত্যের গবেষক। হাতের লেখা পুরনো পুঁথি, কুলজি ও সরকারী দপ্তরের কাগজপত্র ঘেঁটে প্রাচীন গ্রন্থ এবং গ্ৰন্থকারদের সম্পর্কে বহু মূল্যবান তথ্য সংগ্ৰহ করেছিলেন। এইসব তথ্যাদি ইন্ডিয়ান হিস্টরিক্যাল কোয়ার্টার্লি, ‘সাহিত্য পরিষৎ, পত্রিকা’, ‘প্রবাসী’, ‘আনন্দবাজার পত্রিকা’ প্রভৃতিতে প্রকাশিত হয়। তাঁর রচিত এবং বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত ‘বাঙালীর সারস্বত অবদান : বঙ্গে নব্যন্যায়চর্চা’ গ্রন্থটি রবীন্দ্র পুরস্কার লাভ করে। অপর গ্রন্থ : ‘কবিরঞ্জন রামপ্ৰসাদ সেন’, ‘শিবায়ন’, ‘হিস্ট্রি অফ নব্যন্যায় ইন মিথিলা’ প্রভৃতি। বহুদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালাধ্যক্ষ, পত্রিকাধ্যক্ষ এবং সহ-সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« দীনেশচন্দ্ৰ গুপ্ত, ওরফে নসু
« দীনেশচন্দ্ৰ গুপ্ত, ওরফে নসু
পরবর্তী:
দীনেশচরণ বসু »
দীনেশচরণ বসু »
Leave a Reply