দীনেশচন্দ্ৰ গুপ্ত, ওরফে নসু। (৬-১২-১৯১১ – ৭-৭-১৯৩১) যশোলং–ঢাকা। সতীশচন্দ্র। ঢাকায় ও পরে মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন। এই সংগঠন মেদিনীপুরে পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে সমর্থ হয়। ৮-১২-১৯৩০ খ্রী. বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদল (সুধীর গুপ্ত) কলিকাতা রাইটার্স বিল্ডিংস-এ আক্রমণ চালিয়ে কারা-বিভাগের অত্যাচারী ইনস্পেক্টর-জেনারেল সিম্পসনকে নিহত এবং অন্য কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারীকে গুরুতরভাবে আহত করেন। শেষে উগ্ৰ বিষ খেয়ে ও নিজেদের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলে বিনয় ও বাদল মারা যান। মৃতকল্প দীনেশকে বহু চেষ্টায় বঁচিয়ে তোলা হয়। কিন্তু বহু চেষ্টা করেও সরকার তাঁর কাছ থেকে কোন স্বীকারোক্তি আদায় করতে পারে নি। বিচারে তার ফাঁসির আদেশ হয়। ফাঁসির অপেক্ষায় কারান্তরালে থেকে তিনি কয়েকটি পত্র লেখেন। পত্রগুলিতে বিপ্লবী সাধনায় ত্যাগব্ৰতীদের উদার হৃদয়ের পরিচয় পরিস্ফুট হয়েছে। সাহিত্যিক বিচারেও পত্রগুলি অত্যন্ত মূল্যবান। কলিকাতা শহরে বহুখ্যাত লালদীঘি বিনয়-বাদল-দীনেশ এই বীরত্ৰয়ের নামে উৎসর্গীকৃত।
পূর্ববর্তী:
« দীনেশচন্দ্র সেন, রায়বাহাদুর
« দীনেশচন্দ্র সেন, রায়বাহাদুর
পরবর্তী:
দীনেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
দীনেশচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
Leave a Reply