দীনেশ গঙ্গোপাধ্যায় (?–১৯৮৪) তিরিশের দশকে বঙ্গশ্রী পত্রিকায় প্রকাশিত তাঁর কবিতাবলী, পরবর্তীকালের রচনা ‘পাকিস্তানের পাচালী’ এবং ‘রামরাজ্য’ বিশেষ উল্লেখযোগ্য। তার বহু উল্লিখিত ‘মেয়েদের কামরায় একখানি মুখ’ কবিতাটির কয়েকটি পঙক্তি। — ‘বুকের রক্তে ধুইয়া গেলাম পাপ/ নতুন কইরা সূয্যি উঠবো / কইয়া গেলাম সত্য হইবো/ বুকে শুইষা লইয়া গেলাম সকল অভিশাপ/’ — বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বত্ৰ শোনা গেছে। রচিত গ্ৰন্থ : ‘কাগজের নৌকা’, ‘স্মৃতির সোনার পদ্ম’, ‘২৩শে জানুয়ারী’, ‘জাদুঘর’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« দীনেন্দ্রকুমার রায়
« দীনেন্দ্রকুমার রায়
পরবর্তী:
দীনেশচন্দ্র মজুমদার »
দীনেশচন্দ্র মজুমদার »
Leave a Reply