দীননাথ সান্যাল, ডা, রায়বাহাদুর (১৮৫৭ – ১৯৩৫)। কৃষ্ণনগর–নদীয়া। বি-এ ও এম.বি. পাশ করে সরকারী চাকরি গ্ৰহণ করেন। ক্রমে সিভিল সার্জন হন। ‘বঙ্গবাসী’ পত্রিকায় স্বনামে ও বেনামে প্ৰবন্ধাবলী রচনা করতেন। সাহিত্যিক ইন্দ্রনাথের গ্রন্থাবলী সম্পাদনাকার্যেও বিশেষভাবে সাহায্য করেছিলেন। বাংলা সাহিত্যে তাঁর শ্রেষ্ঠ দান — মাইকেল মধুসূদনের কাব্যের সমালোচনা ও ব্যাখ্যা। অপর কীর্তি ‘মেঘনাদ বধে’র পরিমার্জিত সংস্করণ প্ৰকাশ। শেষ জীবনে বাংলা গদ্যে ‘বাল্মীকি রামায়ণে’র সংক্ষিপ্ত সংস্করণ প্ৰকাশ করেছিলেন। অন্যান্য গ্ৰন্থাবলী : ‘সীতা ও সরমা’, ‘ব্রজাঙ্গনা ও বীরাঙ্গনা’, ‘তিলোণ্ডমা’, ‘নীলু খুড়ো’, ‘কুমারসম্ভব’, ‘স্বাস্থ্যবিদ্যা প্রবেশিকা’ ইত্যাদি।
পূর্ববর্তী:
« দীননাথ ধর
« দীননাথ ধর
পরবর্তী:
দীননাথ সেন »
দীননাথ সেন »
Leave a Reply