দীননাথ ধর (১৮৪০ – ?)। মাতুলালয় চুঁচুড়া–হুগলীতে জন্ম। হুগলী কলেজ থেকে বি.এল. পাশ করে আইন ব্যবসায় করতেন। কবি মধুসূদনের অনুপ্রেরণায় কবিতা-রচনায় উদ্বুদ্ধ হন। ১৮৬১ খ্রী ‘মেঘনাদ বধে’র অনুকরণে তিনি ‘কংস বিনাশ’ কাব্য রচনা ও ১৯০২ খ্ৰী আনন্দ ভট্ট রচিত সংস্কৃত ‘বল্লাল চরিতে’র বঙ্গানুবাদ করেন। রচিত অন্যান্য গ্ৰন্থ : ‘প্ৰসূতি বিয়োগে তস্য সূত’, ‘ত্রিশূল’, ‘ঊষাচরিত’, ‘সুবর্ণবণিক কুলোদ্ধারক ঠাকুর উদ্ধারণ দত্ত’ প্রভৃতি। এ ছাড়া হাস্যরসাত্মক সঙ্গীত ও সাধন-সঙ্গীত রচনায়ও দক্ষ ছিলেন।
পূর্ববর্তী:
« দীননাথ গঙ্গোপাধ্যায়
« দীননাথ গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
দীননাথ সান্যাল, ডা, রায়বাহাদুর »
দীননাথ সান্যাল, ডা, রায়বাহাদুর »
Leave a Reply