দীননাথ গঙ্গোপাধ্যায় (? – ১৯০২) হালিশহর–চব্বিশ পরগনা। ছাত্রাবস্থায়ই তিনি ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা এবং ‘অরুণোদয়’ পত্ৰে প্ৰবন্ধ লেখা শুরু করেন। পরবর্তী জীবনে কার্যোপলক্ষে ভারতের যে যে অঞ্চলে গিয়েছেন সেখানেই সাহিত্যসভা স্থাপন করেছেন। সে সময়ে বিভিন্ন বিষয়ে তার প্রদত্ত বক্তৃতা ও রচনাবলী নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার রচিত কৌলীন্য-প্ৰথা সংশোধন বিষয়ে এক প্ৰবন্ধ ও কবীরের জীবনচরিত লণ্ডন থেকে প্ৰকাশিত ‘ইণ্ডিয়ান ম্যাগাজিন অ্যান্ড রিভিউ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ‘বিবিধ দর্শন’, ‘একতাব্ৰত কাব্য’ ও ‘জ্ঞানপ্ৰভা’ (উপন্যাস) তার উল্লেখযোগ্য গ্ৰন্থ। তিনি ভ্রমণবৃত্তান্তও লিখেছেন। পার্বতীপুরে ‘নেটিভ ইমপ্রুভমেন্ট সোসাইটি’ স্থাপন ও ‘ধারবার রেলওয়ে ইনস্টিটিউট’ নির্মাণ তাঁর জীবনের অন্যতম কীর্তি। কলিকাতার ভারতীয় শিল্প সমিতির সহযোগী সম্পাদক ও কলিকাতা জাতীয় সমাজ সংস্কার সমিতির কার্যনির্বাহক সভার সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« দিলীপকুমার সেন
« দিলীপকুমার সেন
পরবর্তী:
দীননাথ ধর »
দীননাথ ধর »
Leave a Reply