দিলীপকুমার সেন (১৯২১ –- ২৮-৩-১৯৭২) টাঙ্গাইল — ময়মনসিংহ। হেমচন্দ্ৰ। খ্যাতনামা নৃ-বিজ্ঞানী। ১৯৪৮ খ্রী. অ্যানথ্রোপলজিক্যাল সাৰ্ভেতে ‘ট্রেনী’ হিসাবে যোগ দেন। পরে লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেন। ১৯৬১ খ্রী. লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে ‘ব্লাড গ্রুপ স্টাডিজ অন ইণ্ডিয়ান পপুলেশন’ থিসিসের উপর পি-এইচ.ডি. ডিগ্ৰী পান। অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অব ইণ্ডিয়ার অধিকর্তা ছিলেন। তিনি ভারতের প্রতিনিধি হিসাবে মস্কো ও টোকিওতে আন্তর্জাতিক নৃ-বিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
পূর্ববর্তী:
« দিলীপকুমার রায়চৌধুরী
« দিলীপকুমার রায়চৌধুরী
পরবর্তী:
দীননাথ গঙ্গোপাধ্যায় »
দীননাথ গঙ্গোপাধ্যায় »
Leave a Reply